উত্তরদিনাজপুর

আবার প্রকাশ্য দিবালোকে গুলি চলল রায়গঞ্জে, গুলিবিদ্ধ এক যুবক

আবার প্রকাশ্য দিবালোকে চলল গুলি, গুলিবিদ্ধ এক যুবক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের  ব্যস্ততম এলাকা পূর্ব নেতাজীপল্লিতে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আহত যুবক পাপাই কেওটকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

            গত ৪ঠা জুলাই রায়গঞ্জ শহরের অশোকপল্লিতে প্রকাশ্য দিবালোকেই তৃনমূল কর্মী ঠিকাদার টিঙ্কু ঠাকুরকে গুলি করে খুন করে দুস্কৃতীরা। ওই ঘটনার সাতদিন কাটতে না কাটতেই আজ বিকেল তিনটে নাগাদ শহরের পূর্ব নেতাজীপল্লিতে জাতীয় সড়কের ধারে মোটরবাইকে আসা দুষ্কৃতি পাপাই কেওট (২৩) নামে এক যুবককে গুলি করে। ওই যুবকের থাইতে (উরু)গুলি লাগে। জানা গিয়েছে, গত সপ্তাহে খুন হওয়া টিঙ্কু ঠাকুরের অনুগামী পাপাই কেওট। আজ সে দুপুর ৩টা নাগাদ বাজরংবলীর মন্দিরে পুজো দিতে গিয়েছিল সেখান থেকে ফেরার সময় এই ঘটনা।

            কে বা কারা পাপাইকে লক্ষ্য করে গুলি চালায় তা এখনও জানা যায়নি বলে জানান রায়গঞ্জের ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার রতন মজুমদার। তিনি এও জানান, দিনের আলোতে এভাবে গুলি চালনোর ঘটনা বন্ধ করতে পুলিশের কাছে সর্বস্তরের মানুষকে নিয়ে রায়গঞ্জ থানায় স্মারকলিপি দেওয়া হবে। তবে সাতদিনের মধ্যে দিনের আলোতে গুলি ও খুনের ঘটনায় রায়গঞ্জ শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের কাছে তিনি অনুরোধ করেন যেন খুব তাড়াতাড়ি এই সমস্ত কাজ বন্ধ করা হয়। এবং শহরে শান্তি ফিরে আসুক।